ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে শিক্ষা অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, আগস্ট ১২, ২০২৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে শিক্ষা অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ দেশের সব কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)। যদি এ দাবি মানা না হয় তাহলে আগামী ২০ আগস্টের পর শিক্ষা অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি ও হুঁশিয়ারি জানান সংগঠনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ের পরিপত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ঘোষণা দেওয়া হলেও, কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছিল। অথচ এবারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিকেএ মহাসচিব বলেন, বৃত্তি শুধু অর্থ সহায়তা নয়। এটি আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অগ্রগতির প্রেরণা। বিদ্যালয়ের ধরন ভিন্ন বলে কোনো শিশুকে সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।

মিজানুর রহমান সরকার বলেন, অবিলম্বে পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকারে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এ দাবি বাস্তবায়িত না হলে আগামী ২০ আগস্ট থেকে জেলা শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় কার্যালয় ঘেরাও এবং ‘মার্চ ফর ঢাকা’সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, কো-চেয়ারম্যান আব্দুল বাকী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ, জেসমিন আক্তার, মহসীন মিঞা, মাহমুদুল হক চৌধুরী, বিলকিছ আক্তার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র সিকদার ও সাহিত্য সম্পাদক হাসিনা আক্তার প্রমুখ।

ডিএইচবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।