জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরোলেও এখনো বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা হয়নি। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তিতে সাদা দল আয়োজিত আনন্দ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন, তা তাকে পালাতে বাধ্য করেছিল। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাব। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মতো চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।
ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো পূর্ণ হয়নি। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আজকের এই দিনে এদেশের মানুষ স্বৈরাচার হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেয়েছিল। হাসিনা পালালেও রেখে গেছে ১৭ বছরের দুঃশাসনের স্মৃতি। এই দুঃশাসনের চূড়ান্ত পরিণতি ছিল স্বৈরাচারের পলায়ন। এখন আমাদের কাজ দেশ পুনর্গঠন করা ও সুশাসন নিশ্চিত করা।
সমাবেশে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের সাবেক আহবায়ক অধ্যাপক আখতার হোসেন খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল কালাম সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম খানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এফএইচ/আরএইচ