ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

শিক্ষা

বুয়েটের ড. মাকসুদ হেলালী হলেন কুয়েটের নতুন ভিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, জুলাই ২৪, ২০২৫
বুয়েটের ড. মাকসুদ হেলালী হলেন কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী।  

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

দুই মাস দুই দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে।  

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা’ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে কুয়েটের অন্তর্বর্তী ভিসি অধ্যাপক ড. হযরত আলী পদত্যাগ করায় ভিসিবিহীন থাকে কুয়েট। পরে গত ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আর্থিক ক্ষমতা দেওয়া হয়। কিন্তু যোগদান করে কার্যক্রম শুরুর আগেই নিয়োগ দেওয়া হলো নতুন ভিসি। তবে শিক্ষকরা গত ৪ মে থেকে ক্লাস বর্জন করে আসলেও তারা সর্বশেষ ভিসি নিয়োগ হলেই ক্লাসে ফেরার কথা জানিয়েছিলেন। সে লক্ষ্যে এখন আর কুয়েটের ক্লাস শুরুর ক্ষেত্রে কোন বাধা থাকলো না। আগামী রোববার থেকে ক্লাস শুরু হতে পারে এমনটিও মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি-প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ভিসিবিরোধী এক দফা দাবিতে। ‎দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন আমরন অনশন শেষে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তী ভিসি নিয়োগ দেওয়ার পর শিক্ষক লাঞ্ছিতের বিচার দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। এভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে গত ১৯ মে খুলনা ত্যাগ করেন অধ্যাপক ড. হযরত আলী। এরপর ২২ মে তিনি পদত্যাগ করেন ভিসির পদ থেকে। তবে দুই মাস দুই দিনের মাথায় ভিসি নিয়োগ হলেও কুয়েটের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে পাঁচ মাস ছয় দিন ধরে।  

এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।