ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ববিতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে গণভোট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, জুলাই ২২, ২০২৫
ববিতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে গণভোট গণভোট চলছে ববিতে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এবার গণভোটের আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।  

ববির গ্রাউন্ড ফ্লোরে মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। গণভোটে ববি ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অধিকাংশ সংগঠনের নেতাকর্মীরা ভোট দিয়েছেন।

ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এ কর্মসূচি বলে জানিয়েছেন ছাত্র কাউন্সিলের ববি সংগঠক আবদুর রহমান।

আবদুর রহমান আরও বলেন, ববি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাই শিক্ষার্থীরা তাদের ন্যায্যঅধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে ববি প্রশাসনের নীরব ভূমিকার কারণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব বিরাজ করছে। এই অবস্থার মধ্যে শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোট হচ্ছে।

ববির বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, শিক্ষার্থীদের সব অধিকার আদায় করতে ঐক্যবদ্ধতা দরকার। এজন্য ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের ন্যায্যঅধিকার বুঝে নেওয়ার সাহস পাবে। তাই ববি প্রশাসনের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা।  

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।