ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

শিক্ষা

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ায় প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, জুলাই ২৩, ২০২৫
বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ায় প্রতিবাদ

পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।

বুধবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বিকপ সভাপতি মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার জানান, ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফলে দেশের হাজারো বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হবে।

তিনি এই সিদ্ধান্তকে ‘চরম বৈষম্যমূলক’ উল্লেখ করে বলেন, এটি শিশুদের সঙ্গে একধরনের অবিচার। শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার, সেখানে এই ধরনের বৈষম্য মেনে নেওয়া যায় না।

বিকপ মহাসচিব মো. রেজাউল হক বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে বেসরকারিভাবে গড়ে ওঠা প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন আজ দেশের এক কোটির বেশি শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করছে। সেখানে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, “আমরা সরকারকে ২৯ জুলাইয়ের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। অন্যথায় ৩০ জুলাই সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি না মানা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করা হবে এবং পরবর্তী সময়ে দেশব্যাপী অবস্থান ধর্মঘটের মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে। ”

সংগঠনের নেতারা জানান, এরই মধ্যে তাঁরা প্রধান উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। একইসঙ্গে প্রজ্ঞাপন প্রণয়নে জড়িত ‘ফ্যাসিস্ট মানসিকতার’ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বিকপের কেন্দ্রীয় নেতা ডা. মো. হাসান আলী, লায়ন তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএইচবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।