গাইবান্ধায় এসএসসি ও দাখিল পরীক্ষার ৪টি কেন্দ্রে নকল ও মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩টি মোবাইল ফোন।
এছাড়াও নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়।
এর মধ্যে সাঘাটা উপজেলার পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করাসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে সাঘাটা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ জানান, পরীক্ষা চলাকালে সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন থাকায় তাদের বহিষ্কার করা হয়। এসময় ৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এদিকে, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। স্মার্টফোন নিয়ে কক্ষে প্রবেশ করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে জানান কেন্দ্র সচিব মো. ইলিয়াস আলী।
অন্যদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে পাঁচজন, কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলিম মাদরাসার কেন্দ্র থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে মাদরাসার দুটি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা কক্ষ পরিদর্শনের সময় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এছাড়া নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরএ