ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিলো ইউনিলিভার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, আগস্ট ১০, ২০২১
শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিলো ইউনিলিভার

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত অর্থবছরের লভ্যাংশের ৭ কোটি ১৮ লাখ টাকা জমা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সচিব রাশেদুল কাইয়ূম, কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান শামীমা আক্তার, ইউনিলিভার কনজ্যুমান কেয়ার লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান ও কোম্পানি সচিব মোহাম্মদ নাহারুল মোল্লা ৭ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ১৪২ টাকার দুটি চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব (অতিরিক্ত দায়িত্ব) বেগম সাকিউন নাহার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বেগম জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।