গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। একদিকে দাবি আদায়ে নানা শ্রেণি-পেশার মানুষের মাঠ পর্যায়ে আন্দোলন, অন্যদিকে শিল্প-কারখানায় শ্রমিকপক্ষের অসন্তোষ।
মব সন্ত্রাসে দূর হয়নি সামাজিক অস্থিরতা। রয়েছে আসন্ন নির্বাচন নিয়েও শঙ্কা। সব মিলিয়ে আস্থাহীনতায় পড়েছেন বিনিয়োগকারীরা। ফলে গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে দেশে বিদেশি বিনিয়োগ।
দেশি বিনিয়োগের অবস্থাও নাজুক। এতে কমেছে শিল্পের উৎপাদন। ব্যবসায় চলছে মন্থরগতি, কর্মসংস্থান সৃষ্টির বিপরীতে বাড়ছে বেকারত্বের হার।
এই পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা।
তাঁরা মনে করছেন, দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দীর্ঘমেয়াদি নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। তখন বিনিয়োগে মনোযোগী হবেন উদ্যোক্তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, সদ্যোবিদায়ি ২০২৪-২৫ অর্থবছরে দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ ৯১ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে (জুলাই-এপ্রিল) ছিল ১২৭ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে মোট বিদেশি বিনিয়োগ এসেছিল ১৪১ কোটি ৫৪ লাখ ডলার।
২০২২-২৩ অর্থবছরে এই বিনিয়োগের পরিমাণ ছিল ১৬০ কোটি ৫৪ লাখ ডলার। তার আগের ২০২১-২২ অর্থবছরে বিনিয়োগ হয়েছিল ১৭১ কোটি ডলার। করোনার সময়ে ২০২০-২১ অর্থবছরেও বিদেশি বিনিয়োগ এসেছিল ১৩২ কোটি ৭৬ লাখ ডলার আর ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ এসেছিল ১২০ কোটি ডলার। করোনার আগে ২০১৮-১৯ অর্থবছরে বিনিয়োগ এসেছিল ৩৪৮ কোটি ডলার। গত ১৪ বছরের মধ্যে বর্তমানে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ২০১১-১২ অর্থবছরেও দেশে ১২০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছিল। এরপর আর কোনো অর্থবছরে এর চেয়ে কম বিদেশি বিনিয়োগ আসেনি। আর এবার সেটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
জানা গেছে, বিদেশি বিনিয়োগ ও পুনর্বিনিয়োগ কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম বিনিয়োগ পেয়েছে। গত অর্থবছরের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছিল মাত্র ১০ কোটি ৪৩ লাখ ডলার। আর ছয় মাসে হয়েছিল ৫৯ কোটি ডলার।
গত অর্থবছরের প্রথম ছয় মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ২১ কোটি ডলার। আগের বছরের প্রথম ছয় মাসেই এসেছিল ৩৩ কোটি ডলার। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৭ শতাংশ কম। গত অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগের চেয়ে বিদেশিদের পুনর্বিনিয়োগ বেশি হয়েছে। প্রথম ছয় মাসে পুনর্বিনিয়োগ হয়েছে প্রায় ৪০ কোটি ডলার।
দেশে উচ্চ মূল্যস্ফীতি, আমদানি বিধি-নিষেধ, ডলার ঘাটতি, রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদ্যমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মন্দায় ভুগছে। এসব কারণে দেশি-বিদেশি সব ধরনের বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ফলে বিদেশি বিনিয়োগ কমতে থাকে। এরপর মব সন্ত্রাস শুরু হলে এখনো তা নিয়ন্ত্রণ করা যায়নি। এসব কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে ভরসা পাচ্ছেন না বিদেশি বিনিয়োগকারীরা। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা মনে করছেন, দেশে ব্যবসার মন্দা থাকলে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন না। বিদেশি বিনিয়োগ পরিস্থিতির অবনতিতে দেশের ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
বিশ্বব্যাংকের বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সর্বশেষ এক প্রতিবেদনে বাংলাদেশের ব্যবসা পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধার কথা তুলে ধরা হয়েছে। এগুলো হলো বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।
বর্তমান উচ্চ মূল্যস্ফীতির চাপে নতুন করে বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঋণের উচ্চ সুদহার। বর্তমানে ১৬ শতাংশ সুদের কারণে নতুন বিনিয়োগ ব্যাহত হচ্ছে।
দেশে কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি বিনিয়োগ। যত বেশি বিনিয়োগ, তত বেশি উৎপাদন এবং সেই অনুপাতে সৃষ্টি হয় কর্মসংস্থান। বাংলাদেশে কর্মসংস্থানের নেপথ্যে বিনিয়োগের ক্ষেত্রে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করোনা-পরবর্তী সময় থেকে বিনিয়োগ যেমন কমেছে তেমনি কর্মসংস্থানও কমায় বেকারত্ব বাড়ছে।
অর্থনৈতিক বিশ্লেষণে বিনিয়োগকে দেখা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে। দেশে গত ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির অনুপাতে বেসরকারি খাতের বিনিয়োগের হার ২৩.৫১ শতাংশ, যা আগের অর্থবছর ছিল ২৪.১৮। অর্থাৎ বেসরকারি খাতের বিনিয়োগ কমেছে।
জিডিপির অনুপাতে বিনিয়োগের বর্তমান পরিস্থিতি জানতে আরো অপেক্ষা করতে হবে। এখনো গত ২০২৪-২৫ অর্থবছরের হিসাব চূড়ান্ত হয়নি। তবে বিনিয়োগের পরিস্থিতিতে শিল্পের যন্ত্রপাতি কতটা আমদানি হচ্ছে, কাঁচামাল কতটা আসছে, ঋণ বিতরণ কতটা বেড়েছে—এসব সূচকে ফুটে উঠেছে বিনিয়োগ কমার চিত্র।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২২ শতাংশ। এটি প্রমাণ করে, দেশে বিনিয়োগ কমেছে। উচ্চ সুদের হারের কারণে বেসরকারি খাতে ঋণ নেওয়া কমেছে। গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬.৯৫ শতাংশ, যা অন্য সময়ে ১০ শতাংশের বেশি থাকে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিসংখ্যান বলছে, ২০১০-১১ অর্থবছরে দেশে এক হাজার ২৮৫ কোটি ডলার বিনিয়োগ হয়েছিল। ওই বছর দেশে পাঁচ লাখ তিন হাজার ৬৬২ জনের কর্মসংস্থান হয়েছিল। এর পরের অর্থবছরগুলোতে আর এত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। করোনা-পূর্ববর্তী সময়ে দেশে বিনিয়োগ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কর্মসংস্থান তেমন বাড়েনি। ২০২০-২১ অর্থবছরে ৭৯৯ কোটি ডলার বিনিয়োগে কর্মসংস্থান হয়েছে এক লাখ ৮০ হাজার ৭৮৬ জনের। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বড় বিনিয়োগ ও কর্মসংস্থানের আশা জাগালেও শেষ পর্যন্ত বিনিয়োগ তলানিতেই রয়েছে। এমনকি কর্মসংস্থান তৈরিতে দেশীয় বিনিয়োগের অবদানই তুলনামূলকভাবে বেশি হলেও বিদেশি বিনিয়োগের মতো দেশি বিনিয়োগও বাড়ানো যায়নি। বাস্তবে দেশের রাজনৈতিক অস্থিরতা ও মব সন্ত্রাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়নি। এতে বাড়ছে বেকারত্ব।
দেশে রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা কারণে দীর্ঘদিন ধরে বিনিয়োগ কমছে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে। বিদেশিরা এলে বন্দর ব্যবস্থাপনায় গতি বাড়বে। নির্দিষ্ট সময় পর্যন্ত বিদেশিরা বন্দর ব্যবস্থাপনা করবে। তারপর মেয়াদ শেষ হলে তারা চলে যাবে।
দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার বিষয়ে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাবেক সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘দেশে সার্বিক বিনিয়োগ কমে এসেছে। শুধু বিদেশি নয়, এখন দেশি বিনিয়োগও কমেছে। দেশ এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রায়ই নীতিগত অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে নিরুৎসাহ করছে। এই অনিশ্চয়তার মধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারী ঝুঁকি নিতে রাজি নন। বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের প্রতিশ্রুতির পরিবর্তে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল অনুসরণ করছেন।
তিনি আরো বলেন, শুধু দেশে নয়, সারা বিশ্বে এক ধরনের অস্থিরতা চলছে। বিদেশি তো দূরের কথা, দেশি কম্পানি বিনিয়োগের মুডে নেই। এপ্রিলের বিনিয়োগ সম্মেলনে অঙ্গীকার এসেছে। কিন্তু সব বিনিয়োগকারী অপেক্ষা করছে। সার্বিক পরিস্থিতির কারণে বিনিয়োগ সম্প্রসারণে যাচ্ছে না। তা ছাড়া দেশের অর্থনীতির সূচকগুলোর বেশির ভাগই ভালো নেই। এ কারণে বিদেশি বিনিয়োগকারীরা ধীরস্থিরভাবে এগোচ্ছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, ‘মূল্যস্ফীতির পাশাপাশি দেশের চলমান সামষ্টিক অর্থনীতি সংকটে আছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। ’
এক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা থাকায় তা বিনিয়োগকে প্রভাবিত করেছে জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের আস্থা কমেছে। তাই বিনিয়োগ কম। তাঁরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। বিনিয়োগকারীরা অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারে উত্তরণ পর্যবেক্ষণ করছেন। এটি অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে তুলেছে। ’
সৌজন্যে: কালের কণ্ঠ