ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, জুলাই ২৯, ২০২১
মোংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

বাগেরহাট: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থান করা জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে।  

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে অতিবৃষ্টির কারণে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করা হয়েছে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বাংলানিউজকে বলেন, বৃষ্টি কমলে বা আবহাওয়া স্বাভাবিক হলে আবার পণ্য খালাস শুরু হবে। তবে জেটি থেকে পণ্য বোঝাই কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  

তিনি বলেন, এ মুহূর্তে বন্দরে পণ্য খালাসের অপেক্ষায় বিদেশি আটটি জাহাজ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাস কাজ বন্ধ রাখা হয়েছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় খালাস কাজ শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।