ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আড়াই কোটি টাকা ভ্যাট দিলো ফেসবুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জুলাই ২৯, ২০২১
আড়াই কোটি টাকা ভ্যাট দিলো ফেসবুক

ঢাকা: চলতি জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রায় আড়াই কোটি টাকা ভ্যাট রিটার্ন জমা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।  

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।

তিনি বলেন, ভ্যাটের মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড জমা দেয় ভ্যাটের ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা। ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড দেয় ২৪ হাজার ৭০ টাকা আর ফেসবুক টেকনোলজিস্ট আয়ারল্যান্ড লিমিটেড দেয় ২৫ হাজার ৬ টাকা। সবমিলে ফেসবুক কর্তৃপক্ষ সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ৬৭৫ টাকা।

এর আগে গত ১৩ জুন ফেসবুক কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে বাংলাদেশে ব্যবসা করতে বিজনেস আইডেন্টিফিকেশন্স নিবন্ধন নম্বর (বিআইএন) নেয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।