ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ব্রিটিশ পার্লামেন্টে নগদ এমডি তানভীর 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, ফেব্রুয়ারি ৪, ২০২০
ব্রিটিশ পার্লামেন্টে নগদ এমডি তানভীর 

ঢাকা: ব্রিটিশ পার্লামেন্টে ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করলেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক। ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসেবে নগদের বিভিন্ন উদ্যোগের কথা তিনি সেমিনারে আলোচনা করেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) ‘ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ: ফ্রম ফিনটেক টু হাইটেক’ শিরোনামে এক সেমিনার আয়োজন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। লন্ডনের পার্লামেন্ট হাউসের একটি সুইটে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তানভীর আলোচনায় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনেদেন নগদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।  

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে তিনি বলেন, বাংলাদেশে ৫৯টি নিবন্ধিত ব্যাংক থাকার পরও ৫৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। যেখানে ৯৮ শতাংশ মানুষের হাতে মোবাইল থাকার পরও মানুষ আর্থিক অন্তর্ভুক্তিতে আসতে পারছে না। সেখানে নগদ তার যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে এক কোটি ২২ লাখের বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সক্ষম হয়েছে। এছাড়া সম্প্রতি আরও প্রায় পাঁচ কোটি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে যুক্ত করার কার্যক্রম অব্যাহত আছে।

সরকারের আর্থিক সহায়তা, ভাতা ও উপবৃত্তির মতো সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দিতে নগদ কাজ করছে বলেও মন্তব্য করেন মিশুক।

তিনি বলেন, সরকারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে যাবে, যার মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল একটি সমাজ গঠন করা সম্ভব হবে।

এছাড়া মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো বিষয় প্রতিরোধ, ক্ষুদ্রঋণ ও ক্যাশলেস সমাজ গঠনে কাজ করার বিষয়ে নগদের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তানভীর।  

পাশাপাশি গ্রিন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস তৈরির ক্ষেত্রে নগদের দেখানো ডিজিটাল কেওয়াইসি পদ্ধতি ও নারী উদ্যোক্তা তৈরির বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।

সেমিনারটি সঞ্চালনা করেন হোমপের সিইও রুবেল এহসান। সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, স্ক্রিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুপিন্দর সিং ও লন্ডন স্কুল অব ইকোমিকসের অধ্যাপক লুতফি সিদ্দিক প্যানেল আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।