ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স ১২৬ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, আগস্ট ১৭, ২০২৫
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স ১২৬ কোটি ডলার

আগস্টের ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৫০ টাকা হিসাবে)।

রোববার (১৭ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ১৬ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৭৫০ ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার। গত বছরের আগস্ট মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে চলতি আগস্ট মাসে প্রবাসী আয়ের ধারাতে আগের মাস জুলাইয়ের চেয়ে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। আর আগের বছরের আগস্ট মাসের চেয়ে কিছুটা বেশি প্রবাসী আয় এসেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আগস্ট মাসে এসেছে ৩৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৯৮ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীয় আয় এসেছে ৭৬ লাখ ৫০ হাজার ডলার।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।