ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ষষ্ঠদিনে ৩২ কোটি ২৩ লাখ টাকা কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, নভেম্বর ১৯, ২০১৯
খুলনায় ষষ্ঠদিনে ৩২ কোটি ২৩ লাখ টাকা কর আদায়

খুলনা: আয়কর মেলার ষষ্ঠদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) খুলনা অঞ্চলে ৩২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৭৪৪ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ১৬ হাজার ১৯৩ জন। রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ৩২৭ জন। নতুন টিআইএন নিয়েছেন ২৭৩ জন।

এরমধ্যে খুলনা জেলায় ৩০ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৯২৯ টাকা আয়কর আদায় হয়েছে। এদিন মেলা থেকে সেবা নিয়েছেন ৫ হাজার ৪০৪ জন।

রিটার্ন দাখিল করেছেন ৪ হাজার ২০২ জন। নতুন টিআইএন নিয়েছেন ৯১জন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ হতে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ দেওয়া, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।