অর্থনীতির খরা যেন কাটছেই না। টানা তিন বছর সংকটে জর্জরিত বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন আরও নাজুক।
ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি নিরুৎসাহিত করছে। অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও সেগুলোর বাস্তব প্রভাব এখনো দেখা যায়নি। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের জন্য ব্যবসায়ীরা কোনো আস্থা পাচ্ছেন না। পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষা করছেন সবাই।
তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের সীমাবদ্ধতা, উচ্চ সুদ, জ্বালানির ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নীতিমালা অর্থনীতিকে তলানির দিকে ঠেলে দিয়েছে। উচ্চ সুদের হারও ব্যবসাবান্ধব নয়। সুদ এক অঙ্কে নামানো গেলে অন্তত নতুন বিনিয়োগের সাহস জাগতে পারে বলেও জানান তারা।
রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোও নানা ধরনের ব্যাংকিং জটিলতার মুখে পড়ছে। অনেকে বলছেন, সময়মতো ঋণ বা এলসি অনুমোদন না মেলায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘১৫-১৬ শতাংশ সুদ দিয়ে কি কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করার চিন্তা করবে? যেনেশুনে কেউ লোকসানের বোঝা নিতে চাইবে না।
শিল্পকারখানাগুলো এখন রুগ্ণ অবস্থায় আছে। অনেকগুলো বন্ধ হয়ে গেছে। ’ তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট এখনো পুরোপুরি মিটছে না। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাংকিং। ব্যবসা জাহান্নামে যাক বা বন্ধ হয়ে যাক এতে তাদের কোনো মাথাব্যথা নেই। ব্যবসায়ীদের নিঃশেষ করতে তারা নতুন নতুন সিস্টেম নিয়ে আসছে। ব্যাংক মালিকদের লুটপাটের ক্ষত দেশের ব্যবসায়ীরা বয়ে বেড়াচ্ছে। এস আলম গ্রুপ তাদের ব্যাংকগুলো থেকে যেভাবে টাকা লুটপাট করেছে, এতে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা। ’ অর্থনীতিবিদরা মনে করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলে বিনিয়োগ পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বড় উদ্যোক্তারা এ মুহূর্তে নতুন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী নন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, ‘ঋণের উচ্চ সুদ আসলেই চিন্তার বিষয়। রাজনৈতিক অনিশ্চয়তার এ সময়ে কেউ এত বেশি সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করার চিন্তা করবে না। বেশির ভাগ ব্যবসায়ী আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এখনো পরিষ্কার হয়নি। সবমিলিয়ে দেশের ব্যবসায়ীরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছেন। ’ এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্যে দেখা গেছে, টানা দুই মাস ধরে কমেছে রপ্তানি আয়। সেপ্টেম্বরে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে।
কেবল হিমায়িত খাদ্য, চামড়া এবং প্রকৌশল খাত সামান্য ঘুরে দাঁড়াতে পেরেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, ইউরোপে ক্রেতাদের চাহিদা কমে যাওয়া এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি- এই তিন কারণে রপ্তানি কমে গেছে। নতুন বিনিয়োগ না আসায়ও অনেক শিল্পকারখানা উৎপাদন কমিয়ে দিয়েছে। ফলে রপ্তানি আয়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।
এসআই