ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, অক্টোবর ১৩, ২০২৫
কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়ল

কাঁচাপাট রপ্তানিকারক খেলাপি গ্রাহকদের দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল করার সময় বাড়ল। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃতফসিল করা যাবে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে পূর্বে জারিকৃত সার্কুলারের আওতায় ঋণ বা বিনিয়োগ ২ শতাংশ দিয়ে  পুনঃতফসিল করতে ছয় মাস সময় নির্ধারিত ছিল। যা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু বিভিন্ন কারণে এখাতের অধিকাংশ গ্রাহক অদ্যবধি সার্কুলার লেটারে বর্ণিত সুবিধা গ্রহণ করতে ডাউন পেমেন্ট দিয়ে ও অন্যান্য শর্তাদি পূরণ করে নিজ নিজ ব্যাংকে দাখিল করতে পারেননি।

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধান করতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল করা যাবে।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।