ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, নভেম্বর ১৬, ২০১৯
নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন আয়কর মেলা উদ্বোধন। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় আয়কর মেলা ২০১৯। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম।

নওগাঁ কর সার্কেলের কমিশনার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রসাশক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, নওগাঁ কর আইনজীবী সমিতির সভাপতি সরদার সালাহ উদ্দিন মিন্টুসহ জেলা বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর জাতীয় রাজস্বকে সমৃদ্ধ করে পাশাপাশি দেশের উন্নয়নকে তরান্বিত করে।

তাই সমাজের সবাইকে কর দেওয়ার জন্য অনুরোধ জানান তারা।

মেলায় করদাতারা তাদের রিটার্ন দাখিল ও ই-রেজিস্ট্রেশন করতে পারবেন। মেলায় আগতরা আয়কর অধিক্ষেত্র সম্পর্কে জানতে পারবেন। মেলায় মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধী করদাতার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।