ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে চার দিনব্যাপী আয়কর মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, নভেম্বর ১৫, ২০১৯
ঝালকাঠিতে চার দিনব্যাপী আয়কর মেলা ঝালকাঠিতে আয়কর মেলা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ এই স্লোগানে ঝালকাঠিতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ড বরিশাল কর অঞ্চলের সার্কেল-৫ ঝালকাঠি পৌর শহরের একটি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।  

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠির জেলা প্রশাসক জোহার আলী বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

পরে, বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন জোহার আলী।  

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক ও সহকারী কর কমিশনার আসাদুজ্জামান তালুকদার।  

এসময়, উদ্বোধনী অনুষ্ঠানে করদাতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

মেলায় ১৪টি বুথে করদাতাদের রিটার্ন ফরম জমা দিতে সহায়তা করাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে।  

মেলাটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএস/কেএসডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।