ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে ৩ দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩২, নভেম্বর ১, ২০১৭
ফেনীতে ৩ দিনব্যাপী আয়কর মেলা শুরু ফেনীতে ৩ দিনব্যাপী আয়কর মেলা শুরু

ফেনী: ফেনীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আয়কর মেলা। বুধবার (১ নভেম্বর) সকালে শহরে শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন হয়। 

যুগ্ম কর কমিশনার আব্দুস সোবহানের সভাপতিত্বে ও কর কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপ কর কমিশনার দীপল ত্রিপুরা প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কর মেলার সদস্য সচিব ও উপ কর কমিশনার এবি.এম কামরুল ইসলাম,  জেলা কর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক জিয়াউল হক সেলিম ও কর আইনজীবী সদস্য ইসমাইল হোসেন সিরাজী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে, উন্নত করতে হলে সবাইকে কর দিয়ে সরকারের উন্নয়ন প্রচেষ্টা সফল করতে হবে।  

কর আইনজীবীদের প্রতি বিশেষ অনুরোধ করে তিনি বলেন, আপনারা সবাইকে উৎসাহিত করবেন কর দিতে, যাতে কোনোভাবে কর কেউ ফাঁকি না দেয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।