ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

নিম্ন আয়ের মানুষের জন্য ১৫০৩৬ ফ্ল্যাট প্রকল্পের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, অক্টোবর ৩১, ২০১৭
নিম্ন আয়ের মানুষের জন্য ১৫০৩৬ ফ্ল্যাট প্রকল্পের অনুমোদন একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের জন্য নির্মিত হবে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা এ লক্ষ্যে নেওয়া প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দিয়েছে।

এটিসহ ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।

এতে মোট ব্যয় হবে ১৫ হাজার ২২১ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ দেবে ৫২৯ কোটি টাকা।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, উত্তরার ১৮নং সেক্টরে ২১৪ দশমিক ৪৪ একর জমিতে চলতি সময় থেকে ২০২০ সালের ডিসেম্বর মেয়াদে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকল ধরনের আবাসিক সুবিধা সম্বলিত ফ্ল্যাটগুলো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৯০২ কোটি টাকা।

প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ বর্গফুট। প্রতি বর্গফুটের গড় মূল্য পড়বে ৪ হাজার ৫শ’ থেকে ৪ হাজার ৮শ’ টাকা। আট কিস্তিতে গ্রাহককে আট বছরে দাম পরিশোধ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।