ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের সিলেট শাখায় বৈদেশিক কার্যক্রম শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৯, অক্টোবর ১০, ২০১৭
এক্সিম ব্যাংকের সিলেট শাখায় বৈদেশিক কার্যক্রম শুরু এক্সিম ব্যাংকের সিলেট শাখায় বৈদেশিক কার্যক্রম শুরু

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের এডি লাইসেন্সের আওতায় এক্সিম ব্যাংকের সিলেট শাখায় বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

সস্প্রতি সিলেটের রেইনবো রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট শাখার বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, সিলেট দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা।

প্রবাসী সন্তানদের সক্রিয় অবদানের ফলে এ এলাকার ব্যবসায় বৈদেশিক বাণিজ্যের সম্পৃক্ততা বেড়েছে। এ কারণে সিলেটবাসীদের বৈদেশিক বাণিজ্য লেনদেনের সুবিধা দিতে আমরা আমাদের সিলেট শাখাকে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের আওতায় নিয়ে এসেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আব্দুল বারী, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ইছরাইল খান, সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক নূর মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।