ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইপসা’র প্রধান নির্বাহীর পিএইচডি অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, অক্টোবর ১৬, ২০২৫
ইপসা’র প্রধান নির্বাহীর পিএইচডি অর্জন ...

চট্টগ্রাম: সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে পিএইচডি ডিগ্রি প্রদানের বিশেষ কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

এই বিশেষ কনভোকেশনে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, ডীন প্রফেসর ড. তৃপ্তি চক্রবর্তী, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস প্রফেসর ড. ভাস্বতী মিত্র এবং স্কুল অফ ম্যানেজমেন্ট এর হেড অব ডিপার্টমেন্ট প্রফেসর ড. অনুপ ঘোষ।  

ড. মো. আরিফুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যুব ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন খাতে অবদান রেখে চলেছেন।

তাঁর এই একাডেমিক অর্জন সামাজিক পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মযজ্ঞে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে সকলে অভিমত ব্যক্ত করেন।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।