ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৮ কলেজে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, অক্টোবর ১৬, ২০২৫
চট্টগ্রামের ৮ কলেজে শতভাগ পাস

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ২৮১টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে আট কলেজের সবাই পাস করেছে। এদিকে পাঁচটি কলেজের কেউ পাস করতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

এ তালিকায় প্রথম সারিতে আছে:

চট্টগ্রামের হালিশহরের ক্যামব্রেন স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে ৩৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ থেকে ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। কাপ্তাই বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ১৮৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। সীতাকুণ্ডের বারবকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ থেকে ৮০ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জন, লামার কোয়ান্টাম কসমো কলেজ থেকে ৬২ জন, চট্টগ্রামের নেভী অ্যাঙ্করেঞ্চ স্কুল এন্ড কলেজ ৩৪ জন, আনোয়ারা কাফকো স্কুল এন্ড কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।  

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন। ছাত্রদের পাসের হার ৪৮.৯৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৫.৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫.৩০ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৭.০৮ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

বিই/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।