ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চাকসু নির্বাচন: দ্বিতীয় দিন চলছে মনোনয়ন ফরম বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, সেপ্টেম্বর ১৫, ২০২৫
চাকসু নির্বাচন: দ্বিতীয় দিন চলছে মনোনয়ন ফরম বিতরণ  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দ্বিতীয় দিনের মত মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে ১০ এবং হল সংসদের বিভিন্ন পদে ৭টি ফরম কিনেছেন শিক্ষার্থীরা।  

এদিকে ডাকসু, জাকসু, রাকসু’র পর চাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হলেও ক্যাস্পাসে তেমন কোনো আমেজ নেই নির্বাচন ঘিরে।

কেন্দ্রীয় ছাত্র সংসদে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ছাত্রী হল সংসদে দুইদিনে ফরম বিক্রি হয়েছে মাত্র ৫টি।  

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। তিনি বাংলানিউজকে জানান, মনোনয়ন ফরম বিতরণ আগামীকাল (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে। এখন পর্যন্ত যা সাড়া পাওয়া যাচ্ছে তা শেষদিন আরও বাড়তে পারে।  

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর। এছাড়া ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে এবং একইদিন ফলাফল ঘোষণা করা হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন।

এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক (জিএস) হন আজিম উদ্দীন।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।