চট্টগ্রাম: বোয়ালখালীতে মাদক সেবন ও রাখার দায়ে ৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার রায়খালী ও শাকপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নাম্বার ওয়ার্ডের রাইখালী ও শাকপুরা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।
এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ইয়াবা সেবন ও রাখার দায়ে শওকত ইসলাম জিকুকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক একেএম আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল।
বিই/পিডি/টিসি