ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসকের ওপর হামলা, যা বলছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, আগস্ট ১২, ২০২৫
চিকিৎসকের ওপর হামলা, যা বলছে পুলিশ ডা. ইকবাল

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ডা. ইকবাল নামে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ভবনের সীমানার বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরের রাহাত্তরপুল নুর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত ডা. ইকবাল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

ঘটনার পর ফেসবুকে লাইভে এসে ডা. ইকবাল অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।  

তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে খুঁজছে মেরে ফেলার জন্য। পুলিশকে জানানোর পরও তারা ঘটনাস্থলে আসেনি।

রাত পৌনে নয়টার দিকে আহত ডা.ইকবাল বাংলানিউজকে বলেন, আমাকে মারধর করে আহত করা হয়েছে। আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।  

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, চিকিৎসকের সঙ্গে তার প্রতিবেশীর জায়গা নিয়ে বিরোধ ছিল। চিকিৎসক একটি ভবন তৈরি করছিলেন। সেখানে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। সিডিএ থেকে চিকিৎসককে সতর্ক করা হয়েছিল। আজকে সীমানা ইস্যু নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। সেখানে একপর্যায়ে চিকিৎসককে মারধর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।