ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জুলাই ভিত্তির ওপর নতুন বাংলাদেশ গড়তে চাই: ফারুক-ই আজম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জুলাই ১৬, ২০২৫
জুলাই ভিত্তির ওপর নতুন বাংলাদেশ গড়তে চাই: ফারুক-ই আজম ...

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, জুলাই ভিত্তির ওপরে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং তাদের পরিবারের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য সরকার আলাদাভাবে অধিদপ্তর খোলার উদ্যোগ নিয়েছে।

 

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ছাত্র–জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যারা বেশি গুরুতর আহত তাদের রাশিয়া ,ব্যাংককসহ বিভিন্ন দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করছে সরকার। এর বাইরে তাঁদের নগদ অর্থসহায়তা, আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য কাজ করছে সরকার।

তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার যে গতিতে চলছে আমার দৃঢ় বিশ্বাস এই সরকারের আমলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ হবে।  

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ নুরুল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের মা।

আলোচনা সভার আগে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।