চট্টগ্রাম: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, জুলাই ভিত্তির ওপরে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং তাদের পরিবারের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য সরকার আলাদাভাবে অধিদপ্তর খোলার উদ্যোগ নিয়েছে।
বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ছাত্র–জনতার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার যে গতিতে চলছে আমার দৃঢ় বিশ্বাস এই সরকারের আমলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শেষ হবে।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ নুরুল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের মা।
আলোচনা সভার আগে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এআর/পিডি/টিসি