বিএনপি নেতা আলহাজ সোহরাব কোম্পানির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ শোক জানান।
তিনি বলেন, সোহরাব কোম্পানি ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ,দক্ষ ও ত্যাগী সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে গেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন বিএনপি নেতা আলহাজ সোহরাব কোম্পানি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব কোম্পানি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার বাদে জুমা রামপুর বড়পুকুরপাড় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এএটি