ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, এপ্রিল ২৯, ২০২৫
ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম: চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক আল কাদেরী জয়, মিনহাজ উদ্দিন ও ইজিবাইকের চালক মো. রোকন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানার দেওয়ান হাট মোড় থেকে তাদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

হালিশহর থানায় আগের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা জব্দ করা এবং হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখা এই সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে পরিষদের সদস্যরা সেখানে সমাবেশ শুরু করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

পরিষদের সদস্যসচিব মনির হোসেন জানান, দীর্ঘ ১৩ বছর ধরে ৭ দফা দাবিতে এই আন্দোলন আমরা করে আসছি। আমরা ইজিবাইকের নীতিমালার জন্য কাজ করছি, কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করিনি। কর্মসূচি শুরুর আগেই পুলিশ এভাবে হামলা করে গ্রেপ্তার করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বাংলানিউজকে বলেন, অনুমতি ছাড়া বেআইনিভাবে দেওয়ানহাট মোড়ে যানবাহন বন্ধ করেছিল। সমাবেশের লোকজন এসে দেওয়ানহাট মোড়ে গাড়ি ও রাস্তাঘাট বন্ধ করছিলেন। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। হালিশহর থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।