ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে জমি দখল নিয়ে বন্দুকযুদ্ধ, আহত ২৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
বাঁশখালীতে জমি দখল নিয়ে বন্দুকযুদ্ধ, আহত ২৪ হাসপাতালে আনা হচ্ছে আহতদের।

চট্টগ্রাম: বাঁশখালীতে বন্দুকযুদ্ধে অন্তত ২৪ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ফোরকান নামের এক যুবককে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে সরকারি খাসজমি দখল নিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন, ওই এলাকার আব্দুল জালেকের ছেলে মোহাম্মদ ফোরকান ( ৩০), বদিউল আলমের ছেলে মো. মাহিম (১৮), নাসু মিয়ার ছেলে মো. জমির উদ্দিন (৫০) ও আমিরুজ্জামানের ছেলে নূর হোসেন (৩৭)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলার সরলে সরকারি খাসজমি দখল নিয়ে কবির গ্রুপ ও মনছুর গ্রুপের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের দিকে আহত আরও গুলিবিদ্ধ চারজনকে নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।