চট্টগ্রাম: বাঁশখালীতে বন্দুকযুদ্ধে অন্তত ২৪ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে সরকারি খাসজমি দখল নিয়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন, ওই এলাকার আব্দুল জালেকের ছেলে মোহাম্মদ ফোরকান ( ৩০), বদিউল আলমের ছেলে মো. মাহিম (১৮), নাসু মিয়ার ছেলে মো. জমির উদ্দিন (৫০) ও আমিরুজ্জামানের ছেলে নূর হোসেন (৩৭)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলার সরলে সরকারি খাসজমি দখল নিয়ে কবির গ্রুপ ও মনছুর গ্রুপের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের দিকে আহত আরও গুলিবিদ্ধ চারজনকে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
বিই/টিসি