ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
ইসলামই বিশ্বের নীপিড়িত মানুষের মুক্তির একমাত্র উপায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের (১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব।

এই দায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে কক্সবাজার শহরের প্রধান সড়ক, ৩ ও ১০ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

ঈর্ষনীয়ভাবে জামায়াতে ইসলামীর কার্যক্রম এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাওলানা শাহজাহান বলেন, জামায়াতে ইসলামীর কার্যক্রমে জনপ্রিয়তা দেখে এক দল এখন আওয়ামী লীগের ভূমিকায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার না চালিয়ে জামায়াতে ইসলামীর জনকল্যাণমুখী কার্যক্রম অনুসরণ করে জনগণের আস্থা, ভালোবাসা ও সমথর্ন অর্জন করতে তিনি, সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ এতো জুলুম- নির্যাতন করেও যখন জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন এমনকি ওয়ার্ড অফিসও বন্ধ করে দিয়েছিলো। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে। এমনকি ইসলাম ধর্মকে তারা জঙ্গিবাদ আর মৌলবাদ আজ্ঞা দিয়েছিল।  

কোন কিছুতেই জামায়াতে ইসলামী এক মূহুর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। পরবর্তীতে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। কিন্তু এদেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। জামায়াতে ইসলামী ও জনগণ একই সুতোয় গাঁথা। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ও মোহাম্মদ শহিদুল্লাহ।  

একইদিন কক্সবাজার শহরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশ শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

এসময় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী কোন ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সাথে আপোষ করেনি। যার কারণে জামায়াতে ইসলামীর উপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম-নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর আমীর, সেক্রেটারী জেনারেল সহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মী কে সাজিয়ে জুলুম- নির্যাতন জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না।  

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।