চট্টগ্রাম: জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আমরা চাই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ। এই ধরনের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অবিরাম লড়াই করে যাচ্ছে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে আগ্রাবাদে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, দাওয়াতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির শাহজাহান চৌধুরী। সমাবেশের সভাপতিত্ব করেন ডবলমুরিং থানা জামায়াতের আমির ফারুক-ই-আযম এবং সঞ্চালনায় ছিলেন থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম ও ছাত্রশিবিরের মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি।
প্রধান অতিথি মাওলানা শাহজাহান বলেন, ইহুদিরা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তারা আমাদের কেবলা বায়তুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা এটা যেনো ভুলে না যায় বায়তুল মুকাদ্দাস কখনোই তাদের দখলে যাবে না। মুসলমানদের হাতেই এই পবিত্র ভূমি ফিরে আসবে, আর ইহুদিরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
তিনি আরও বলেন, যে প্রজন্ম একদিন বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেই প্রজন্মই আজ আবার ন্যায় ও ইনসাফের শ্লোগানে মুখর। আমরা রাজনীতি করি দেশ ও দেশের মানুষের কল্যাণে, পালিয়ে যাওয়ার জন্য নয়। আর যারা প্রাণের ভয়ে পালিয়ে যায়, তারা প্রকৃত দেশপ্রেমিক নয়। শেখ হাসিনার পালিয়ে গিয়েছিল অথচ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পালিয়ে যায়নি।
প্রধান বক্তার বক্তব্যে নগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য ক্ষমতা দখল নয় বরং দেশের দারিদ্র্য, ক্ষুধা এবং ন্যায়বিচারহীনতা দূর করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইস্যুতে কোনো আপোষ নয়। আমরা এই দেশকে অন্য কোনো রাষ্ট্রের অনুগত হতে দেব না।
ঈদ পুনর্মিলনী সমাবেশে ইসলামী সংগীত পরিবশেন করেন পারাবার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
পিডি/টিসি