ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে ভবঘুরে খুন, ছিনতাইকারীকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, মার্চ ৩, ২০২৫
ছুরিকাঘাতে ভবঘুরে খুন, ছিনতাইকারীকে গণপিটুনি নিহত ভবঘুরে

চট্টগ্রাম: নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ভবঘুরে খুন হয়েছে। এ ঘটনায় লোকজন ওই ছিনতাইকারীকে পিটিয়েছে।

রোববার (২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে জেল রোড আমানত শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।

তিনি মাজার এলাকায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে। গণপিটুনিতে আহত শাহেদকে (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, নিহত যুবকের পরিচয় জানতে সিআইডি আঙুলের ছাপ সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, শাহেদ পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরি নিয়ে জেল রোডে ঘোরাঘুরি করছিল। ওই ভবঘুরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহেদ তার ডান হাতে ছুরিকাঘাত করে। টহল পুলিশ আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।