ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গা জেলে পাড়ায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, নভেম্বর ১৭, ২০২৪
পতেঙ্গা জেলে পাড়ায় আগুন ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা জেলে পাড়ায় আগুনে পুড়েছে ৩৭টি দোকান।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আকমল আলী ঘাট জেলে পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে কেইপিজেড ও সিইপিজেড স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে।

বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।