ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ভোটার ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, আগস্ট ১১, ২০২৫
চট্টগ্রামে ভোটার ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় মোট ভোটার ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৫১ জন।

বাদ পড়েছেন ৬৫ হাজার ভোটার। হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

 
খসড়া ভোটার তালিকায় বৃহত্তর চট্টগ্রামে (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) নিবন্ধিত নতুন ভোটার ৫ লাখ ১৮ হাজার ৫৯২ জন। চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় বাদ পড়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৭৭ জন মৃত ভোটার।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে নতুন ভোটার হয়েছেন- কোতোয়ালীতে ৫ হাজার ৪০০ জন, পাঁচলাইশে ৯ হাজার ৬৫৫ জন, ডবলমুরিংয়ে ১২ হাজার ৯১৪ জন, চান্দগাঁওয়ে ৯ হাজার ১১৫ জন, বন্দরে ৭ হাজার ১৯৪ জন ও পাহাড়তলীতে ৭ হাজার ৭২২ জন।  

এছাড়া মীরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন, সীতাকুণ্ডে ১৬ হাজার ৬১ জন, ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন, হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন, রাউজানে ১৩ হাজার ৯৭৮ জন, রাঙ্গুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন, বোয়ালখালীতে ১২ হাজার ১৭ জন, পটিয়ায় ১৭ হাজার ১৬ জন, কর্ণফুলীতে ৭ হাজার ২৪৭ জন, আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন, চন্দনাইশে ১২ হাজার ৫৭৩ জন, সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন, লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন, বাঁশখালীতে ২৪ হাজার ৮২২ জন, সন্দ্বীপে ১৩ হাজার ৭৯৮ জন ভোটার হয়েছেন।  

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তারাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ জানান, চট্টগ্রামে নতুন ৩ লাখ ৪ হাজার ৫১ জন নতুন ভোটার হয়েছেন। মোট ভোটার ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন। খসড়া তালিকা নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।