চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিইসি) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের উদ্যোগে এবং কম্পিউটার ক্লাবের সহযোগিতায় ফল সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, সিএসআইটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তানজিয়া চৌধুরী, শিক্ষকবৃন্দ, ক্লাবের সদস্য সহ নবাগত শিক্ষার্থীরা।
শুভেচ্ছা বক্তব্যে সিএসআইটি বিভাগের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম নবাগত ছাত্র-ছাত্রীদের ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং যে স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তা ধরে রেখে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
সিএসসি বিভাগের প্রধান তানজিয়া চৌধুরী ইউনিভার্সিটির বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে নবাগত ছাত্র-ছাত্রীদের অবহিত করেন।
রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী ইউনিভার্সিটির বিষয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করে বলেন, এই ইউনিভার্সিটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত।
অনুষ্ঠানের প্রথম সেশনে সহকারী অধ্যাপক জমির আহমেদ ইউনিভার্সিটির নীতিমালা, অ্যাকাডেমিক কাঠামো, গ্রেডিং পদ্ধতি এবং শিক্ষার্থীদের আচরণবিধি নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে কম্পিউটার ক্লাবের ইতিহাস, বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। ক্লাবের সভাপতি আরিফ উজ জামান ভূঁইয়া ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যৎ নেতৃত্বে নবীনদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে কেক কাটা হয় এবং বিভাগ ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ কম্পিউটার ক্লাবের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের নোটবুক, অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও ব্যাজ উপহার দেওয়া হয়। এছাড়াও কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসি/টিসি