ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেছনের দরজা দিয়ে আ.লীগ নেতারা ভারতে পালিয়েছে: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, নভেম্বর ১৪, ২০২৪
পেছনের দরজা দিয়ে আ.লীগ নেতারা ভারতে পালিয়েছে: ডা. শাহাদাত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭১ সালের মতো ২০২৪ সালে এসেও আওয়ামী লীগের নেতারা পেছনের দরজা দিয়ে নেতাকর্মীদের এতিম করে ভারতে পালিয়ে গেছে। তাহলে আপনার কি বিশ্বাস করেন ২৫ মার্চ কালো রাত্রিতে আওয়ামী লীগ না পালিয়ে থাকবে।

শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিলেন, সেই কথা তাজউদ্দীন আহমেদের মেয়ের লিখিত বইতেও লেখা আছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন।
আর আওয়ামী লীগের কথিত নেতারা মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে ইতিহাসকে বিকৃত করেছেন।  

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরের লালদিঘির পাড় জেলা পরিষদ চত্বরে কোতোয়ালী থানা বিএনপির পক্ষ থেকে চসিক মেয়রকে সংবর্ধনা ও বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন মানুষ হত্যা শুরু করে তখন আওয়ামী লীগের কোনো নেতাকে খোঁজে পাওয়া যায়নি জানিয়ে মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত বলেন, ২৫ মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করল তখন মেজর জিয়াউর রহমান সেনাবাহিনীতে বিদ্রোহ ঘোষণা করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটি চট্টগ্রামের বিপ্লব উদ্যানের পাশে আছে সেখানে সৈনিকদের একত্রিত করে জিয়াউর রহমান ২৬ মার্চ প্রথম স্বাধীনতার ঘোষণা দেন। জিয়াউর রহমান সেদিন বলেছিলেন, আজ থেকে আমরা স্বাধীন। স্বৈরাচারের দোসরেরা ইতিহাস থেকে মেজর জিয়ার সেই স্বাধীনতার ঘোষণাকে মুছে দিতে চেয়েছিল।

কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হশেম বক্কর, বিশেষ অতিথির ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মো. কামরুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।