ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদের সড়ক ও ফুটপাতে দিনে দোকান বসবে না: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, আগস্ট ১৮, ২০২৫
আগ্রাবাদের সড়ক ও ফুটপাতে দিনে দোকান বসবে না: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: ‘আমি তোমাদের বলে দিলাম। তোমরা সবাইকে বলে দাও।

সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি সড়ক ও ফুটপাতে কোনো কিছু যেন না দেখি। ভাসমান দোকানের স্থায়ী স্ট্রাকচার হবে না।
চাকাসহ ট্রলি গাড়ি নেবে। সন্ধ্যার পর, মাগরিবের পর দোকানদারি করবে। রাস্তাকে দোকান বানাই ফেলছ? কালকের মধ্যে যেন ক্লিন দেখি। ’

সোমবার (১৮ আগস্ট) নগরের ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ফুটপাত ও সড়কে হেঁটে হেঁটে এভাবে ভাসমান দোকানিদের সতর্ক করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি ফুটপাত ও সড়কজুড়ে পসরা সাজিয়ে বসা জুতা, খাবার দোকানিদের নাইট মার্কেট  চালুর বিষয়টি অবহিত করেন।  
 
মেয়র বলেন, তোমাদের সুযোগ দিচ্ছি সুন্দর করে ব্যবসা কর। দিনের বেলা সড়ক ও ফুটপাতে ব্যবসা করলে ম্যাজিস্ট্রেট এসে তোমাদের ধরে নিয়ে যাবে, দোকানও নিয়ে যাবে। আমি তোমাদের সতর্ক করলাম। এখানে বাণিজ্যিক এলাকা। পুরো রাস্তা দখল করে ফেলেছো। বিদেশিরা আসেন হাঁটতে পারে না। নিয়ম মেনে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা ফুটপাতের দোকান খোলা থাকবে। নাইট মার্কেট হবে। মনিটরিং করতে হবে।  

গত ২০ এপ্রিল সকালে নগরের ব্যস্ততম নিউমার্কেট, জুবিলি রোড, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক হকারমুক্ত করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

ওই এলাকায় সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত হকার বসা নিষিদ্ধ করেন তিনি।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।