চট্টগ্রাম: ‘আমি তোমাদের বলে দিলাম। তোমরা সবাইকে বলে দাও।
সোমবার (১৮ আগস্ট) নগরের ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ফুটপাত ও সড়কে হেঁটে হেঁটে এভাবে ভাসমান দোকানিদের সতর্ক করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি ফুটপাত ও সড়কজুড়ে পসরা সাজিয়ে বসা জুতা, খাবার দোকানিদের নাইট মার্কেট চালুর বিষয়টি অবহিত করেন।
মেয়র বলেন, তোমাদের সুযোগ দিচ্ছি সুন্দর করে ব্যবসা কর। দিনের বেলা সড়ক ও ফুটপাতে ব্যবসা করলে ম্যাজিস্ট্রেট এসে তোমাদের ধরে নিয়ে যাবে, দোকানও নিয়ে যাবে। আমি তোমাদের সতর্ক করলাম। এখানে বাণিজ্যিক এলাকা। পুরো রাস্তা দখল করে ফেলেছো। বিদেশিরা আসেন হাঁটতে পারে না। নিয়ম মেনে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা ফুটপাতের দোকান খোলা থাকবে। নাইট মার্কেট হবে। মনিটরিং করতে হবে।
গত ২০ এপ্রিল সকালে নগরের ব্যস্ততম নিউমার্কেট, জুবিলি রোড, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত ও সড়ক হকারমুক্ত করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
ওই এলাকায় সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত হকার বসা নিষিদ্ধ করেন তিনি।
এআর/পিডি/টিসি