ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, আগস্ট ১১, ২০২৪
২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন নাছির

চট্টগ্রাম: দীর্ঘ সাড়ে ২৬ বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ শিবির নাছির।  

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি।

মুক্তির বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।  

নাছিরের আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল হক আনসারী বাংলানিউজকে বলেন, ২৬ বছর পর নাছির কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নাছির যখন গ্রেপ্তার হয়েছিল, তখন তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তার মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে। দুইটি মামলা মামলায় কারাদণ্ড হয়েছিল, সেটার সাজা শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।