ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে আগুনে পুড়লো ৩ দোকান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, আগস্ট ৯, ২০২৪
বাঁশখালীতে আগুনে পুড়লো ৩ দোকান  ...

চট্টগ্রাম: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারে আগুনে পুড়েছে ৩টি দোকান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় পুড়ে যায় আদি-রবি মিষ্টি ভাণ্ডার, পানের দোকান ও আল আমিন ক্লথ স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠান।

দোকান মালিক চন্দন ও পাপ্পুর দাবি, আগুনে ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ অগ্নিকাণ্ডে ৩টি দোকানের সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় তারা আগুন নেভাতে সক্ষম হয়।  

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, বাণীগ্রাম বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩টি দোকানের মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।