চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স গ্রেপ্তার হওয়ার ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে লোহাগাড়া থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে পুলিশের তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করেন স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, শুক্রবার অভিযুক্ত কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল এসআই কামাল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।
এমআই/টিসি