ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, আগস্ট ৮, ২০২৪
চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান

চট্টগ্রাম: বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানকে আগামী ১১ আগস্টের মধ্যে চবক চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর কমডোর একেএম আফজাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের জন্য ইতোমধ্যে তাকে নৌবাহিনী থেকে নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বর্তমানে তিনি নৌবাহিনীর ‘বিএনএস ঈশা খা’র দায়িত্বে আছেন। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডেপুটেশনে দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।