ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে পানিতে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, আগস্ট ৮, ২০২৪
রাউজানে পানিতে ডুবে যুবকের মৃত্যু ...

চট্টগ্রাম: রাউজানে পিংক সিটি লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম মো. হৃদয় (২২)।

সে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের ছেলে।

বুধবার (৭ আগস্ট) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পিংক সিটি লেক থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানান, লেকে মাছ ধরতে নেমে হদয় পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, পানিতে ডুবে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ইউনিট ডুবুরি দলের সদস্য ও রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা লেকে তল্লাশি চালায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।