ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাটলট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, জুন ৫, ২০২৪
শাটলট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরের ২ নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরফান নগরের সিএমপি স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নার আবেদিন। তিনি বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা আসলে এক ছেলে কাটা পড়ে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।  

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, ইরফানের কানে হেডফোন ছিল। রেললাইন ধরে হাঁটছিলেন সে। ট্রেন থেকে বারবার হর্ন বাজানো হলেও সে বুঝতে পারেননি।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুন ০৫, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।