ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, সেপ্টেম্বর ৫, ২০২৫
‘তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে’

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সব কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস।

সমাবেশে তিনি বলেন, আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, মো. ইসমাইল, ডা. গিয়াস উদ্দিন ফয়সাল, ইঞ্জিনিয়ার হারুন, লাল গোলাপ হারুন, এজাজ আল ফারুখ, মো. আলী মুন্সি, মো. সাহাদাত, মো. মহি উদ্দিন প্রমুখ।

এর আগে মইজ্জ্যারটেক চত্ত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।