চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন চট্টগ্রামের ২টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন দুটির সীমানা ফিরে গেছে পূর্বের অবস্থায়।
নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাথে যুক্ত ছিল বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন। নির্বাচন কমিশনের নতুন সীমানা নির্ধারণে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে বাদ দিয়ে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সাথে যুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামের চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়। ইসির তালিকায় চূড়ান্ত হওয়া এ সীমানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রীপুর-খরণদ্বীপসহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে বোয়ালখালী উপজেলা গঠিত। ইউনিয়নের মোট আয়তন ৮,১৪৬ একর (৩২.৯৭ বর্গকিলোমিটার)। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২জন। বোয়ালখালীর ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটার ১ লাখ ৮৭ হাজার ৯০২জন। চান্দগাঁও ওয়ার্ডের ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৩ জন এবং পাঁচলাইশ ওয়ার্ডে ১ লাখ ৪৪ হাজার ৭০৭ জন। শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সাথে যুক্ত হওয়ায় এই আসনে মোট ভোটার দাঁড়াচ্ছে ৫ লাখ ৩৬ হাজার ২৮ জন।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভোটাররা জানান, তারা বোয়ালখালী উপজেলার বাসিন্দা। স্বাধীনতার পর থেকেই শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বোয়ালখালী সংসদীয় আসনের সাথে যুক্ত ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ইউনিয়নকে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের সাথে যুক্ত করা হয়। রাঙ্গুনিয়ার সাথে ইউনিয়নটির দূরত্ব আছে। এই ইউনিয়নকে বোয়ালখালী থেকে বাদ দিয়ে রাঙ্গুনিয়ার সাথে যুক্ত করার ফলে বোয়ালখালীতে ইউনিয়নের সংখ্যা হয়ে যায় ৮টি। সংসদীয় আসনের সীমানা পরিবর্তনে তারা খুশি।
রাঙ্গুনিয়া সংসদীয় আসনে মোট ইউনিয়নের সংখ্যা ১৫টি। একটি পৌরসভাসহ এই ১৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭১৫জন। শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ১৮ হাজার ৩৭৬জন ভোটারসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ১৩ হাজার ৯১ জন। এই সংসদীয় আসন থেকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে বাদ দিয়ে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সাথে যুক্ত করার ফলে সংসদীয় আসনটিতে ভোটার সংখ্যা কমছে।
এসি/টিসি