ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিশুরা পেল শিক্ষামন্ত্রীর ঈদ উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, এপ্রিল ৮, ২০২৪
শিশুরা পেল শিক্ষামন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রাম: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে ঈদ উপহার পেয়েছে কোমলমতি শিশুরা।

সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মায়মুন উদ্দীন মামুনের ব্যবস্থাপনায় কলেজ ক্যাম্পাসে শিশুদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় মায়মুন উদ্দীন মামুন বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সহযোগিতায় শিশুদের মাঝে রং-বেরঙের ঈদের নতুন পোশাক তুলে দিলো মহসিন কলেজ ছাত্রলীগ। ঈদ সবার জন্য আনন্দের।

তবে শিশুদের জন্য সবচেয়ে বেশি আনন্দ বয়ে আনে এই ঈদ। তাদের সেই আনন্দ বহুগুণে বেড়ে যায়, যখন তারা ঈদ উপহার পায়।

নতুন জামা পেয়ে এ সময় শিশুদের চোখে মুখে আনন্দের দ্যুতি ছড়িয়ে পড়ে। সবার মুখে যে দৃশ্যমান অমূল্য হাসি আমরা দেখতে পেয়েছি, সেই হাসির জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তাফহিমুল ইসলাম, সাফায়েত ফাহিম, যুবরাজ দাশ, আরিফুল ইসলাম, আসাদুল্লাহীল গালিব, রুকন উদ্দীন, মেহের ইসলাম আয়ান, সাইমন উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা এপ্রিল ৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।