ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি চাল বিতরণে কারসাজি, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, আগস্ট ২৭, ২০২৫
সরকারি চাল বিতরণে কারসাজি, জরিমানা  ...

চট্টগ্রাম: বাঁশখালীতে ডিলার কর্তৃক চাল বিতরণের সময় চারজন উপকারভোগীর বস্তায় কম দেওয়ার প্রমাণ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।

 

ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বাংলানিউজকে বলেন, চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনের সময় নাপোড়া বাজারে বিতরণকৃত চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম পাওয়া যায়। এসময় সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ছনুয়া ইউনিয়নে ডিলারের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার মধ্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ওই ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাল পরিমাপে সর্বোচ্চ সতর্ক থেকে যথাযথভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।