ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জলজ গবেষণা: সিআইইউ-সিভাসু’র সমঝোতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, আগস্ট ২৭, ২০২৫
জলজ গবেষণা: সিআইইউ-সিভাসু’র সমঝোতা  ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) এর অধীনস্থ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট (এফআরএম) বিভাগের মধ্যে সমঝোতা হয়েছে।

সম্প্রতি সিভাসু ক্যাম্পাসে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জলজ গবেষণা, প্রযুক্তি ও অ্যাকাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে যৌথ গবেষণা, ল্যাবরেটরি রিসোর্স শেয়ারিং এবং শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হবে।  

সিআইইউ’র পক্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম এবং সিভাসু’র পক্ষে ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোসাম্মাৎ শাহিদা আরফিন শিমুল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিআইইউ’র ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও অধ্যাপক ড. আসিফ ইকবাল, সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন ও অধ্যাপক ড. শেখ আহমাদ আল নাহিদ, সিআইইউ’র ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত, সহকারী অধ্যাপক মো. আতিকুর রহমান, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক সামিয়া মুনতাহা, প্রভাষক আয়মান ইক্তেদার ও স্কুল ম্যানেজার মৌমিতা দাশ প্রমুখ।  

উভয় পক্ষই আন্তঃবিভাগীয় গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দেশের জলজ খাতে বাস্তবসম্মত উন্নয়ন সাধনের আশাবাদ ব্যক্ত করেন। এই চুক্তি দুই প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক জলজ বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।