ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৮০ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, আগস্ট ২৭, ২০২৫
৮০ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেপ্তার গ্রেপ্তার চালক ও হেলপার

চট্টগ্রাম: সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (২৭ আগস্ট) সকালে কেঁওচিয়া ইউনিয়নে খুনী বটতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার কাভার্ডভ্যান চালক ও হেলপার হলেন, গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদনগর এলাকার ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ হাসান (২৭) ও চাপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর ইউনিয়নের দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুছ (৩০)।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর মোহাম্মদ সুদীপ্ত রেজা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়।

কাভার্ডভ্যান থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।  

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।