ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, এপ্রিল ৮, ২০২৪
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনা: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুরে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইছমু আক্তার (৩৫)।

 

গৃহবধু ইছমু উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো. ফোরকানের স্ত্রী।

এর আগে  রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর নাশন্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় সেদিন মারা যান ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. শাকিল (২০)।  

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, ফটিকছড়ির ভূজপুরে সড়ক দুর্ঘটনায় আহত ইছমু আক্তার নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (সোমবার) সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা এপ্রিল ৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।